ফ্যাশন নির্ভর বিশ্বস্ত প্রতিষ্ঠান
আমাদের উদ্দেশ্য
১.পোশাকে মানুষের পরিচয় বহন করে।পকেটে টাকা থাক আর না থাক সবাই ভালো পোশাক পরতে চায় অন্যদের দৃষ্টি আকরষণ বা প্রশংসা অর্জনের জন্য, আধুনিক রুচিসম্মত পোশাকের মাধ্যমে আত্মতৃপ্তি, স্বাচ্ছন্দ্যবোধ অর্জন হয় ।এই সকল চিন্তা মাথায় রেখে সঠিক সমাধান নিয়ে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশা আল্লাহ।
২.একটি ভালো মানের পোশাক যখন নিজের কাছে ভালো লাগে তখন মানুষ অন্যকে খুশি করার জন্য সেরকম কিছু ই উপহার হিসেবে দিতে চায় সেই দিক বিবেচনা করে আমরা নিয়ে এসেছি সেরকম উন্নতমানের Denim/ Jeans Long pant. যা আপনার রিলেশান কে মজবুত করে তুলবে।
৩.অতিরিক্ত মুল্য থেকে বাছিয়ে সুনিরদ্রিস্ট মুল্যে আপনার হাতে পৌছে দিয়ে Help করা ই আমাদের অঙ্গিকার।
৪.বাজারের বিভিন্ন ক্যাটাগরির ফেব্রিক্স দিয়ে প্যান্ট তইরি করা হয়ে থাকে যার কারণে একেকটা একেক রকম ফিলিংস হয়ে থাকে ,সেদিক বিবেচনা করে দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমরা ভালোমানের ফেব্রিক্স ব্যবহার করে থাকি যেনো আপনি সঠিক পন্য চিনতে ভুল না হয়।
৫.কালারে ও গ্যারান্টি ,দীর্ঘ সময় ব্যবহার করার পর ও কালারের কোনো পরিবর্তন হবে না।
কেন আমাদের কাছ থেকে নিবেন
১. ১০০% গুনগতমান পরিক্ষা করা, পাকা রঙ যা বার বার ব্যবহার করে ওয়াশের পর ও রঙের কোন ক্ষতি হবে না।
২. ৯৮% কটন এবং ২% (স্পান্ডেক্স) ইলাস্টিক, যা চলাফেরার জন্য অনেক আরামদায়ক ।
৩. উন্নত মানের ইয়ান ডাই কাপড়ের পকেটিং যা শেষ পর্যন্ত কোনোপ্রকার ববলিন উঠবে না।
৪.আমরা ব্যবহার করেছি নিজস্ব ব্রান্ডের রিভিট ও বাটন,ঊন্নত মানের অরিজিনাল লেদার প্যাচ যা ফুটন্ত গরম পানিতে ও কোনো পরিবর্তন হবে না,আন্তরজাতিকমানের YKK ব্রান্ডের জিপার।
৫. বেক পকেটে ব্যবহার করা হয়েছে চমৎকার এম্ব্রয়েডারি।
৬. নিজস্ব ফ্যাক্টরিতে সেলাই করা, প্রিতিটি সেলাই লাইন কোয়ালিটি কন্ট্রলার দারা পরিচালিত এবং সেলাই নিখুত ও সমান যা দীর্ঘদিন ব্যবহারে ও অক্ষত থাকবে।
৭. এশিয়ান স্ট্যান্ডারড মেজারমেন্টে রেগুলার ও স্লিম ফিট কাটিং যা আপনি পরার পর একদম আরামদায়ক ফিটিং হবে।
৮. প্রতিটি ড্রাই প্রসেস যেমন হইস্কার,পি,পি ডিজাইন ন্যাচারাল ও রুচিসম্মত, স্বাস্থ্যসম্মত ক্যামিকেল দারা ওয়াশ করা যার কারনে গরমের সময় ঘামানোর পরে ও চুল্কানির কোনো সম্বাবনা থাকবে না।
৯.আমাদের প্রতিটি প্রডাক্ট স্টেপ বাই স্টেপ Q.C দারা পরিক্ষা করা হয়ে থাকে।
১০. আকর্ষনীয় পলি দিয়ে মজভুত ভাবে পেকেট করা।
১১. নিজের জন্য ও উপহার হিসাবে অন্যকে দেওয়ারমত একটি প্রোডাক্ট।
১২. আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট সাশ্রয়ী মূল্যে যাবেন।